ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় ট্রেন থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
আখাউড়ায় ট্রেন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ভেতর থেকে খোকন মিয়া (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ভেতর থেকে খোকন মিয়া (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (০৭ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

খোকনের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার মুলদান গ্রামে।

ট্রেন যাত্রীদের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সাত্তার বাংলানিউজকে জানান, কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশন থেকে ওই যুবক চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ট্রেনে ওঠার আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশনে যাত্রা বিরতি করলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহতের আত্মীয় আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, খোকন কিশোরগঞ্জ থেকে ধান মাড়াইয়ের যন্ত্রাংশ কিনে ফেনী যাওয়ার উদ্দেশে রওয়ানা হয়েছিলেন। পথে অসুস্থ হয়ে মারা যান। খোকন ফেনী এলাকায় ধান মাড়াইয়ের কাজ করতেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।