ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রামগঞ্জে পলাতক আসামি কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
রামগঞ্জে পলাতক আসামি কারাগারে

লক্ষ্মীপুরের রামগঞ্জে দুই বছরের সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ হারুনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে দুই বছরের সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ হারুনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।

মোহাম্মদ হারুন জেলার ভোলাকোট এলাকার মৃত সুন্দর আলীর ছেলে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া জানান,  দুই বছরের সাজার আদেশপ্রাপ্ত আসামি হারুন দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার রাতে তিনি নিজ এলাকায় অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।