ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে ওরিয়েন্টেশন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
বান্দরবানে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে ওরিয়েন্টেশন

বান্দরবানে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০১৬ উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বান্দরবান: বান্দরবানে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০১৬ উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বান্দরবান সিভিল সার্জন ডা. উদয় শঙ্কর চাকমার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন-সহকারী সিভিল সার্জন ডা. অশৈ প্রু মার্মা, বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রবীর চন্দ্র বণিক ও বান্দরবান প্রেসক্লাবের সহ-সভাপতি এমএ হাকিম চৌধুরী প্রমুখ।

এছাড়া স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এতে অংশ নেন।

১০ ডিসেম্বর (শনিবার) জেলার মোট ৫১ হাজার ৮৮৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।