ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কাহারোলে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
কাহারোলে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

দিনাজপুরের কাহারোল উপজেলায় গাঁজা সেবনের দায়ে মো. রতন মিয়া (৪০) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দিনাজপুর: দিনাজপুরের কাহারোল উপজেলায় গাঁজা সেবনের দায়ে মো. রতন মিয়া (৪০) নামে এক যুবককে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা এ দণ্ডাদেশ দেন।

রতন উপজেলার পাইকপাড়া গ্রামের সফির উদ্দিনের ছেলে।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্ত আসামি রতনকে সন্ধ্যায় দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এনটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।