ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাভী পেয়ে কাঁদলেন বীরাঙ্গনা ছাফাতন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
গাভী পেয়ে কাঁদলেন বীরাঙ্গনা ছাফাতন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা জেলা প্রশাসকের (ডিসি) হাত থেকে গাভী ও নগদ টাকা পেয়ে কাঁদলেন বীরাঙ্গনা ছাফাতন বেওয়া (৭০)।

গাইবান্ধা: গাইবান্ধা জেলা প্রশাসকের (ডিসি) হাত থেকে গাভী ও নগদ টাকা পেয়ে কাঁদলেন বীরাঙ্গনা ছাফাতন বেওয়া (৭০)।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে সাদুল্যাপুর উপজেলা পরিষদ চত্বরে তার হাতে একটি গাভী ও নগদ ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

ছাফাতন বেওয়ার বাড়ি জেলার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত শুকুর আলীর স্ত্রী।  

গাভী ও নগদ টাকা পেয়ে ছাফাতন বেওয়া কেঁদে কেঁদে বলেন, ‘যুদ্ধের সময় পাকিস্তানী হানাদাররা আমার এক মাসের শিশু সন্তানকে কোল থেকে কেড়ে নেয়। এরপর আমার ওপর চালায় অমানুষিক নির্যাতন।

জীবনের শেষ বয়সে অভাব অনটনের সময় গাভী ও নগদ টাকা পেয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।
এর আগে, এ উপলক্ষে সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুস সামাদসহ বক্তব্য রাখেন-উপজেলা ভাইস চেয়ারম্যান আকতার বানু লাকী, প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজার রহমান ফারুক, ইউপি চেয়ারম্যান শাহীন সরকার ও মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।