ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় সেই কালার ম্যাক্স বিডি’র মালিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
আশুলিয়ায় সেই কালার ম্যাক্স বিডি’র মালিকের মৃত্যু

আশুলিয়ার জিরাবো এলাকায় পুড়ে যাওয়া ম্যাচ কারখানা কালার ম্যাক্স বিডি লিমিটেডের মালিক মাহমুদ আলম মারা গেছেন।

আশুলিয়া (সাভার): আশুলিয়ার জিরাবো এলাকায় পুড়ে যাওয়া ম্যাচ কারখানা কালার ম্যাক্স বিডি লিমিটেডের মালিক মাহমুদ আলম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় বারডেম হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থা মারা যান তিনি।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা জেলা উপ-মহাপরিচালক জাকির হোসাইন বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে শ্রম আদালতে করা দু’টি মামলার জামিন নেওয়া পর থেকেই তিনি কিছুটা অসুস্থ ছিলেন। বুধবার সকালে তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে বাড়ডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থা সন্ধ্যায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।