ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে পত্রিকা বিক্রেতাকে গলা কেটে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
রংপুরে পত্রিকা বিক্রেতাকে গলা কেটে হত্যা

রংপুর শহরের বাহার কাছনা এলাকায় ন‍ূরুজ্জামান বাবু (৩২) নামে এক পত্রিকা বিক্রেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রংপুর: রংপুর শহরের বাহার কাছনা এলাকায় ন‍ূরুজ্জামান বাবু (৩২) নামে এক পত্রিকা বিক্রেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

  নিহত বাবু ওই এলাকার মনিরুজ্জামানের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাবু রংপুর শহরে পত্রিকা বিক্রি করতেন। রাতে বাসায় ফেরার পথে একদল সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। তার শরীরেও কোপানোর চিহ্ন রয়েছে।

রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাবুর গলা কাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‘স্থানীয় লোকজন বলছে- পূর্বশত্রুতার জের ধরে কেউ এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। তবে বিয়ষটি আমরা তদন্ত করে দেখছি। ’

নিহত বাবুর শরীরে বেশ কয়েকটি কোপের চিহ্ন রয়েছে বলে জানান ওসি জাহিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।