ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বালিয়াডাঙ্গীতে আগুনে পুড়েছে ১৫ ঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
বালিয়াডাঙ্গীতে আগুনে পুড়েছে ১৫ ঘর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অগ্নিকাণ্ডে ১৫টি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অগ্নিকাণ্ডে ১৫টি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

বুধবার (০৮ ডিসেম্বর) রাত ৮টায় ওই উপজেলার দুওসুও ইউনিয়নের শোরলিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত হাইসুল ইসলাম, হামিদুর রহমান ও আব্দুর রহিম জানান, রাতে হঠাৎ একটি রান্না ঘরে আগুন লাগে। পরে তা মুহূর্তেই পাশের অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। এতে ৫টি পরিবারের ১৫টি ঘর পুড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে  প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে তাদের ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা।

বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, রান্না ঘর থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫১২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।