ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
বগুড়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শনিবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে বগুড়ায় পাঁচ লক্ষাধিক শিশুকে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার (১০ডিসেম্বর)। জেলার ২৯৪০টি কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো হবে।

বগুড়া: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে বগুড়ায় পাঁচ লক্ষাধিক শিশুকে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার (১০ডিসেম্বর)। জেলার ২৯৪০টি কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো হবে।


 
বুধবার (০৭ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে জেলার সিভিল সার্জন ডা. অর্ধেন্দু দেব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
 
তিনি বলেন, ৬-১১মাস বয়সী ৬১হাজার ৪৬জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল, ও ১২-৫৯মাস বয়সী ৪লাখ ৪৬হাজার ১৯৬জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে।  
 
স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মীসহ ৮হাজার ৮শ’ ২০ ব্যক্তি কেন্দ্রগুলোতে ক্যাপসুল খাওয়ানোর দায়িত্ব পালন করবেন।
 
এর আগে বেলা ১২টার দিকে সিভিল সার্জনের সভা কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
 
সভায় সিভিল সার্জন ডা. অর্ধেন্দু দেব, ডেপুটি সিভিল সার্জন ডা. এটিএম নুরুজ্জামান সঞ্জয়, বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন প্রমুখ বক্তব্য রাখেন।       
 
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এমবিএইচ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।