ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সারিয়াকান্দি-বগুড়া সড়কে অনির্দিষ্টকালের ধর্মঘট

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
সারিয়াকান্দি-বগুড়া সড়কে অনির্দিষ্টকালের ধর্মঘট

অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে আহত করার প্রতিবাদে সারিয়াকান্দি-বগুড়া সড়কে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে পূর্ব বগুড়া অটোরিকশা মালিক সমিতি।

সারিয়াকান্দি (বগুড়া): অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে আহত করার প্রতিবাদে সারিয়াকান্দি-বগুড়া সড়কে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে পূর্ব বগুড়া অটোরিকশা মালিক সমিতি।

ফলে চরম দ‍ুর্ভোগ পোহাতে হচ্ছে, সারিয়াকান্দি ও গাবতলী উপজেলার সাধারণ যাত্রীদের।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে মালিক সমিতির পক্ষ থেকে মাইকিং করে বিষয়টি জনসাধারণকে অবহিত করা হয়।

মালিক সমিতি সূত্রে জানা যায়, বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে শাহজাহান আলী নামে সিএনজি চালিত অটোরিকশার এক চালককে গাবতলীতে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এখনও চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়।

সকাল ১১টায় সারিয়াকান্দি অটোরিকশা স্ট্যান্ডের চেইন মাস্টার বিপ্লব মিয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।