ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রামগড়ে হানাদার মুক্ত দিবসে র‌্যালি-আলোচনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
রামগড়ে হানাদার মুক্ত দিবসে র‌্যালি-আলোচনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ির রামগড়ে হানাদার মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ে হানাদার মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজয় ভাস্কর্য এলাকায় গিয়ে শেষ হয়।

এতে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দরা অংশ নেন।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‍

রামগড় উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না নাসরিন উর্মির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, জেলা ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, সাবেক উপজেলা কমান্ডার মনছুর আহম্মেদ, আওয়ামী লীগ নেতা কাজী আলমগীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।