ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
রোহিঙ্গাদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মায়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে জেলা জাসদ ছাত্রলীগ। 

চাঁপাইনবাবগঞ্জ: মায়ানমারে রোহিঙ্গাদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে জেলা জাসদ ছাত্রলীগ।  

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

 

জেলা জাসদ ছাত্রলীগ সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।  

মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম পিন্টু, জেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রামিম হোসেন, সদস্য নাহিদ হাসান, মোজাহিদুল ইসলাম, আসিফ রেজা, তসিকুল তনু, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী দিদার আলীসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
বিএসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।