ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে নব্য জেএমবির সদস্য আটক, জিহাদি বই উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
রাজধানীতে নব্য জেএমবির সদস্য আটক, জিহাদি বই উদ্ধার

নব্য জেএমবি’র সক্রিয় এক সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিট। আটক ওই সদস্যের নাম  ইয়াসিন বিন শহীদ ওরফে জোহেব।

ঢাকা: নব্য জেএমবি’র সক্রিয় এক সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিট। আটক ওই সদস্যের নাম  ইয়াসিন বিন শহীদ ওরফে জোহেব।

বৃহস্পতিবার (০৮ নভেম্বর) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানান ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান।

তিনি জানান, রাজধানীর রমনা থানাধীন হলি ফ্যামিলি হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়।

বুধবার (০৭ নভেম্বর) বিকেল তাকে আটক করা হয় বলে জানান মাসুদুর রহমান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোহেব জানায়, সে নব্য জেএমবির সক্রিয় সদস্য। সংগঠনের জন্য সদস্য সংগ্রহ এবং প্রশিক্ষণের ব্যবস্থা করে সে। এছাড়াও রমনা এলাকায় বড় ধরনের নাশকতা সংঘটনের যড়যন্ত্র করছিল।

জোহেবের বিরুদ্ধে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬

আরএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।