ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আর্তমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
আর্তমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

আর্তমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা: আর্তমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শীর্তাত মানুষের জন্য ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক’স এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া কম্বল গ্রহণের সময় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কম্বল গ্রহণ করেন। এ সময় ব্যাংকগুলোকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, ব্যাংক মালিক সংগঠনের প্রেসিডেন্ট নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

প্রধানমন্ত্রী বলেন, যখনই আহ্বান জানিয়েছে আর্তমানবতার সেবায় ব্যাংকগুলো এগিয়ে এসেছে। বাংলাদেশের উন্নয়নে বেসরকারি ব্যাংকগুলোর অবদানের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

কম্বল বিতরণ শুরু হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঢাকায় শীত খুব একটা না পড়লেও ঢাকার বাইরে শীত পড়ছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এমইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।