ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস

বরিশালে সাইকেল র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
বরিশালে সাইকেল র‌্যালি

দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা আরও বাড়াতে বরিশালে সাইকেল র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ব‌রিশাল: দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা আরও বাড়াতে বরিশালে সাইকেল র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর শহীদ সোহেল চত্বর থেকে সাইকেল র‌্যালিটি বের করা হয়।

 শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে র‌্যালিটি সনাক কার্যলয়ে গিয়ে শেষ হয়।

এর আগে অতিথিরা বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইবি) সহযোগিতায় এর আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)।

সভাপতিত্ব করেন বরিশাল জেলা সনাক’র সভাপতি নুরজাহান বেগম।

বক্তব্য রাখেন দুদক বরিশাল কার্যালয়ের পরিচালক মো. আকতার হোসেন, উপ-পরিচালক মতিউর রহমান, টিআইবি’র সাবেক সভাপতি অধ্যাপক এম মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি শাহ্ সাজেদা, অধ্যাপক জাহিদ হোসেন, শুভংকর চক্রবর্তী, রফিকুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এমএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।