ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

হিলিতে ইয়াবাসহ আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
হিলিতে ইয়াবাসহ আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ৪৯২ পিস ইয়াবাসহ আমজাদ হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ৪৯২ পিস ইয়াবাসহ আমজাদ হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সীমান্তের ২৮৬ নম্বর মেইন পিলারের ১৪ নম্বর সাবপিলারের রায়ভাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হিলির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার চান মিয়া জানান, বিকেলে সীমান্ত দিয়ে ভারত থেকে ইয়াবা পাচার করে আনছিলেন আমজাদ। খবর পেয়ে বিজিবির একটি টহলদল সীমান্তের রায়ভাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৪৯২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে আমজাদকে ইয়াবাসহ হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।