ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিরলে আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
বিরলে আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য আটক

দিনাজপুর বিরল উপজেলার ধুকুরঝাড়ী বাজার এলাকায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। 

দিনাজপুর: দিনাজপুর বিরল উপজেলার ধুকুরঝাড়ী বাজার এলাকায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ।  

এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ঠাকুরগাঁও-হ-১১-৯৩১৯ নং লাল রঙের ১টি হিরো হোন্ডা ডিলাক্স মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ধুকুরঝাড়ী বাজারে এ ঘটনা ঘটে।  

আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার মধ্য ভান্ডারা গ্রামের মৃত মকবুলের ছেলে আব্দুর রাজ্জাক (৩২) ও হরিপুর উপজেলার বেলডাঙ্গী গ্রামের মৃত জমসের আলীর ছেলে আজিজুর রহমান (৪০)।

বিরল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গির বাদশা রনি বাংলানিউজকে জানান, আটকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।  

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
পিসি 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।