ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শাকিলের দোয়া ও কুলখানি শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
শাকিলের দোয়া ও কুলখানি শুক্রবার

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিলের দোয়া ও কুলখানি শুক্রবার (০৯ ডিসেম্বর) বাদ জুমা অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিলের দোয়া ও কুলখানি শুক্রবার (০৯ ডিসেম্বর) বাদ জুমা অনুষ্ঠিত হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, ওইদিন বাদ জুমা নগরীর বাঘমারায় নিজ বাসভবনে এ দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হবে।

মরহুমের বাবা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা এ কুলখানিতে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় মাহবুবুল হক শাকিলের মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

পরে বুধবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে শাকিলের দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে নগরীর ভাটিকাশর গোরস্থানে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এমএএএম/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।