ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মতলবে ২০ শ্রমিকের কারাদণ্ড, ১০ বাল্কহেড জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
মতলবে ২০ শ্রমিকের কারাদণ্ড, ১০ বাল্কহেড জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মহনপুর নাছিরচরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ২০ শ্রমিককে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১০টি বাল্কহেড আটক করেছে কোস্টগার্ড।

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মহনপুর নাছিরচরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ২০ শ্রমিককে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১০টি বাল্কহেড আটক করেছে কোস্টগার্ড।

 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মিরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- মো. সুমন মিয়া (২৭), মো. আমিনুল ইসলাম (৩০), মো. আবু তালেব (৩২), মো. মিরাজুল ইসলাম (২৭), মো. নুরুন্নবী (২৮), মো. হাফেজ (২৫), মো. সাইফুর রহমান (২৮), মো. নুরুন্নবী (২৬), মো. সালাম আলী (৩৩), মো. মিজান হোসেন (২২), মো. সফিকুল ইসলাম (২৮), মো. সুমন (২৮), মো. বাবু (২২), মো. আশরাফ (২০), মো. ওমেদ আলী (২২), মো. আকবর আলী (২১), মো. ফরিদ (২৪), মো. ইব্রাহীম (২৩), মো. হারুনুর রশিদ (২১), মো. মাহফুজ হোসেন (২১)। এদের বাড়ি গাইবান্ধা, কুড়িগ্রাম ও জামালপুর জেলায়।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে মহনপুর নাছিরচরে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। খবর পেয়ে ভোর সাড়ে ৫টা থেকে পৌনে ৭টা পর্যন্ত সেখানে অভিযান চালায় কোস্টগার্ড। এসময় অবৈধভাবে চরের মাটি কাটার অপরাধে ১০টি বাল্কহেডসহ ওই ২০ শ্রমিককে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক এ রায় দেন।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের সাব কমান্ডার এম. আতাহার আলী বাংলানিউজকে জানান, জব্দকৃত বাল্কহেডগুলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর চাঁদপুর শাখায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।