ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় অবহিতকরণ সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
বগুড়ায় অবহিতকরণ সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ায় সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নে ‘যুব মতায়ন প্রকল্প’ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বগুড়া: বগুড়ায় সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নে ‘যুব মতায়ন প্রকল্প’ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (০৮ডিসেম্বর) দুপুরে সাবগ্রাম ইউনিয়ন পরিষদের সভাকক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভাস্ট’ এ সভার আয়োজন করে।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানা আখতার জাহান।  

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবু সালেহ নয়ন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভাস্ট’র সভাপতি নাজমিন সুলতানা। সভায় মূল ধারণাপত্র উপস্থাপন করেণ ‘ভাস্ট’র নির্বাহী প্রধান জাকির হোসেন। সঞ্চালক হিসেবে সভা সমন্বয় করেন প্রকল্পের সমন্বয়কারী ফজলে রাকিব।

সভায় বক্তারা বলেন, প্রকল্পের মূল কার্যক্রম ৫টি পর্যায়ে বাস্তবায়িত হবে। প্রকল্পের সূচনা কার্যক্রম, যার আওতায় প্রারম্ভিক তথ্য সংগ্রহের জন্য বেইজলাইন সার্ভে, স্থানীয় প্রশাসনের সমন্বয়ে অবহিতকরণ সভা বাস্তবায়ন, ৩টি ওয়ার্ডে অভিভাবকদের নিয়ে প্রকল্প সভা বাস্তবায়ন করা হবে।

প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট ওয়ার্ডের ১৫-৩০বছর বয়সী যুব-নারী-পুরুষ সামাজিক উন্নয়ন কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে। একটি স্থানীয় যুব সংগঠন তৈরি করতে সক্ষম হবে। প্রকল্প শেষে সমতার ভিত্তিতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে নিজেদের সম্ভাবনা ব্যক্ত করতে পারবে বলেও জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এমবিএইচ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।