ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে মুক্ত দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
পটুয়াখালীতে মুক্ত দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালীতে ৮ ডিসেম্বর উদযাপন কমিটি আয়োজনে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

পটুয়াখালী: পটুয়াখালীতে ৮ ডিসেম্বর উদযাপন কমিটি আয়োজনে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকালে  জেলা মুক্তিযোদ্ধা  কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করা হয়।

পরে বঙ্গবন্ধু মুরালে  এবং স্মৃতিস্তম্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর পরই পটুয়াখালী পুরাতন জেলখানার গণকবরে পুষ্পমাল্য অর্পণ এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সকাল ১১টার দিকে জেলা মুক্তিযোদ্ধা  কমপ্লেক্স প্রাঙ্গণে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এম এ হালিমের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা শাহজাহান খানের সঞ্চালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহম্মেদ খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান, সদর উপজেলা কমান্ডার শিরাজুল আলম মোল্লা প্রমুখ।

এই জেলাটি দীর্ঘ ৮ মাস পাক-হানাদারদের হাতে অবরুদ্ধ থাকার পর এই দিনে পাকিস্তানী হানাদার মুক্ত হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এমএস/এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।