ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নন্দীগ্রামে শিল্পীদের সংগীত প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
নন্দীগ্রামে শিল্পীদের সংগীত প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ‘বাংলার মুখ’ নামে সংগঠনের উদ্যোগে স্থানীয় শিল্পীদের নিয়ে সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নন্দীগ্রাম হাইস্কুল মোড়ে বাংলার মুখ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ‘বাংলার মুখ’ নামে সংগঠনের উদ্যোগে স্থানীয় শিল্পীদের নিয়ে সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নন্দীগ্রাম হাইস্কুল মোড়ে বাংলার মুখ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় নন্দীগ্রাম পৌরসভার প্যানেল মেয়র আনিছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বাংলার মুখ উপজেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এমএফ রহমান ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির আহম্মেদ, জিল্লুর রহমান রয়েল, ছাত্রলীগ নেতা আহম্মেদ জয় শুভ, রকেট, ইউপি সদস্য পরিমল চন্দ্র, কৃষকলীগ নেতা আলম হোসেন ও লাল চান মিয়া প্রমুখ।
 
এ প্রতিযোগিতায় প্রায় অর্ধশতাধিক সংগীত শিল্পী অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজিউর রহমান অপু।
 
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এমবিএইচ/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।