ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ভূমিমন্ত্রী রাজশাহী যাচ্ছেন শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
ভূমিমন্ত্রী রাজশাহী যাচ্ছেন শুক্রবার

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ একদিনের সরকারি সফরে শুক্রবার (০৯ ডিসেম্বর) রাজশাহী আসছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় সরকারি এক তথ্য বিবরণীতে তার সফরসূচির কথা জানানো হয়েছে।   

রাজশাহী: ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ একদিনের সরকারি সফরে শুক্রবার (০৯ ডিসেম্বর) রাজশাহী আসছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় সরকারি এক তথ্য বিবরণীতে তার সফরসূচির কথা জানানো হয়েছে।

   

মন্ত্রী সফরসূচি অনুযায়ী শনিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় যোগদান করবেন।

পরে তিনি মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেও জানা যায় বিবরণীতে।

সেখানে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে সর্বোচ্চ মূসক দাতাগণকে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিনই ভূমিমন্ত্রী ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এসএস/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।