ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাবুগঞ্জে বিকাশকর্মীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
বাবুগঞ্জে বিকাশকর্মীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই

বরিশালের বাবুগঞ্জে মো. আরিফুর রহমান রনি (৩০) নামে এক বিকাশকর্মীকে কুপিয়ে এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বরিশাল: বরিশালের বাবুগঞ্জে মো. আরিফুর রহমান রনি (৩০) নামে এক বিকাশকর্মীকে কুপিয়ে এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) উপজেলার রহমতপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, দুপুরে রনি রহমতপুর বাজারের বিভিন্ন বিকাশ পয়েন্টে ক্যাশ ডেলিভারির পর এক লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে বিমানবন্দর মোড়ের উদ্দেশে রওয়ানা দেন। পথে রহমতপুর বাজার এলাকায় তিন ব্যক্তি তাকে কুপিয়ে জখম করে টাকা ছিনিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রনিকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

নগরীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ‍বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। তবে, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এমএস/এজি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।