ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কাতারের চিফ অব স্টাফের সঙ্গে সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
কাতারের চিফ অব স্টাফের সঙ্গে সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ছবি: ফাইল ফটো

কাতার সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বুধবার কাতারের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল (পাইলট) ঘানিম শাহিন আল-ঘানিম ও এমিরি ল্যান্ড ফোর্স কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলী ঘানিম আল-গানিম এর সাথে কাতারে তাদের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।

ঢাকা: কাতার সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বুধবার কাতারের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল (পাইলট) ঘানিম শাহিন আল-ঘানিম ও এমিরি ল্যান্ড ফোর্স কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলী ঘানিম আল-গানিম এর সাথে কাতারে তাদের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।


উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর বাংলাদেশের সেনাপ্রধানের নেতৃত্বে ৭ সদস্যের একটি বিশেষ প্রতিনিধি দল কুয়েত যান। সেখান থেকে তারা ৬ ডিসেম্বর কাতারে যান। আগামী ০৯ ডিসেম্বর পর্যন্ত সেনাপ্রধানের কাতার সফরের কথা রয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (ডিসেম্বর ০৮) এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।