ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
মাধবপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক ব্যবসায়ী আকবর আলীকে (৪৫) ২০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত আকবর আলীকে (৪৫) ২০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত আকবর আলীকে (৪৫) ২০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সোয়া ৭টায় উপজেলার পশ্চিম মাধবপুর এলাকায় মাদক পাচারকালে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আকবর আলী পশ্চিম মাধবপুর গ্রামের দেলোয়ার হোসেনের (মৃত) ছেলে।

হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসআই আঃ করিম বাংলানিউজকে জানান, রাতে গোপনসূত্রে খবর পেয়ে মাদক পাচারকালে আকবরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে মাধবপুরসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময় ২২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।