ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মনুষ্যসৃষ্টই ছিলো ‘বিমানের নাট ঢিলা': শেখ হাসিনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
মনুষ্যসৃষ্টই ছিলো ‘বিমানের নাট ঢিলা': শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সরাসরি জানালেন, তিনি মনে করেন হাঙ্গেরি সফরে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং রাঙাপ্রভাতের নাট ঢিলা ছিলো মানুষেরই কারণে।

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সরাসরি জানালেন, তিনি মনে করেন হাঙ্গেরি সফরে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং রাঙাপ্রভাতের নাট ঢিলা ছিলো মানুষেরই কারণে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) জাতীয় সংসদে বৃহস্পতিবার দেওয়া বক্তৃতায় শেখ হাসিনা  স্পষ্ট করেই বলেন, “এটা কোনো টেকনিক্যাল ব্যাপার নয়, এটা মানুষ্য সৃষ্ট।

যে কোনোভাবেই হোক, কোনো মানুষের দ্বারা এটা করা হয়েছে। এতে কোনো সন্দেহ নেই। ”

শেখ হাসিনা জানান, এ বিষয়ে বোয়িং কোম্পানির কাছে থেকে তথ্য নেওয়া হয়েছে। আর তারা বলেছে, তাদের ছয় হাজার প্লেন বিশ্বব্যাপী চলছে। এমন ঘটনা আর কোথাও এ পর্যন্ত ঘটেনি।

গত ২৭ নভেম্বর ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহজ রাঙাপ্রভাতের বিজি-১০১১ যোগে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট যাচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দেড় শতাধিক সফরসঙ্গী। ওই দিনি পথে চার ঘণ্টা ওড়ার পর তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতের কাছে গিয়ে ত্রুটি ধরা পড়লে আশখাবাত ইন্টারন্যালনাল এয়ারপোর্টে জরুরি অবতরণে বাধ‌্য হয়। পরে সেটি মেরামত হলে ফের বুদাপেস্ট যান প্রধানমন্ত্রী।

এই ঘটনা তদন্তে তিনটি কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ছয় কর্মকর্তাকে বরখাস্তও করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
তবে এর আগে শেখ হাসিনা বিষয়টিকে স্রেফ দুর্ঘটনা বলে এড়িয়ে গেলেও এবার নিজেই প্রকাশ্যে বললেন, সেদিনের সেটি কোনও কারগরি ত্রুটিও ছিলো না, ছিলো না কোনও দুর্ঘটনাও। সেটি ছিলো স্রেফ মনুষ্য সৃষ্ট।

বাংলাদেশ সময় ০২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এমএমকে

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।