ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মায়ানমারে নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
মায়ানমারে নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মায়ানমারে সংখ্যালঘু মুসলিম নির্যাতন বন্ধের দাবি এবং বাংলাদেশের সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করতে আহ্বান জানিয়েছে ফেয়ার ল’ইয়ারস অ্যাসোসিয়েশন...

ঢাকা: মায়ানমারে সংখ্যালঘু মুসলিম নির্যাতন বন্ধের দাবি এবং বাংলাদেশের সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করতে আহ্বান জানিয়েছে ফেয়ার ল’ইয়ারস অ্যাসোসিয়েশন।

শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এই দাবির কথা তুলে ধরা হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক হুমায়ন কবির।

হুমায়ন কবির বলেন, সারাবিশ্ব যখন উন্নয়নের জোয়ারে এগিয়ে যাচ্ছি তখন মায়ানমার মুসলিম গণহত্যা চালিয়ে বিশ্বের গতিকে পিছিয়ে দিচ্ছে, আমরা এই গণহত্যা বন্ধের দাবি জানাই।

তিনি বলেন, যদি সম্ভব হয়, আমাদের দেশ থেকে সেইসব নির্যাতিতদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত, আমরা সরকারের প্রতি এই বিষয়টি বিবেচনা করার আহ্বান জানাচ্ছি।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মিজানুর রহমান, মো. শাহ আলমসহ এর নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এসটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।