ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

৯ ডিসেম্বর হানাদারমুক্ত হয় নেত্রকোনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
৯ ডিসেম্বর হানাদারমুক্ত হয় নেত্রকোনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

৯ ডিসেম্বর হানাদারমুক্ত হয় নেত্রকোনা। প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

নেত্রকোনা: ৯ ডিসেম্বর হানাদারমুক্ত হয় নেত্রকোনা। প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ড ও জেলা প্রশাসনের আয়োজনে শহীদদের স্মরণে কুরপাড় এলাকার ভাস্কর্য ‘প্রজন্ম শপথ’, সাতপাই স্মৃতিসৌধ ও কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মোক্তারপাড়ার পাবলিক হল মিলনায়তনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে গিয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। শেষে পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

জেলা প্রশাসক (ডিসি) ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, মুক্তিযোদ্ধা মাহবুবুল হক চিশতী, মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার নুরুল আমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
আরবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।