ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে রোকেয়া দিবসে নানা আয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
হবিগঞ্জে রোকেয়া দিবসে নানা আয়োজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূতের স্মরণে রোকেয়া দিবস।

হবিগঞ্জ: হবিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূতের স্মরণে রোকেয়া দিবস।

শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টায় মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে সকাল ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. এমরান হোসেনের সভাপতিত্বে ও জেলা নারী ও মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুবুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় বেগম রোকেয়ার আদর্শ ও কর্মময় জীবনের ওপর আলোকপাত করা হয়। পরে বিভিন্ন উপজেলা থেকে আগত সফল নারীদের মধ্যে জয়িতা পুরস্কার প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
বিএসকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।