ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় শীতবস্ত্র বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
পাথরঘাটায় শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনার পাথরঘাটায় ৮শ’ শীতার্ত ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় ৮শ’ শীতার্ত ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (০৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকার স্বেচ্ছাসেবামূলক সংগঠন ‘সেভ দ্য অরফান অ্যান্ড পুওর (স্টপ)’-এর অর্থায়নে কালমেঘা ইউনিয়নের উত্তর কুপধন গ্রামের খান বাড়িতে এ কম্বল বিতরণ করা হয়।

বাংলাদেশ রুৠাল ডেভলপমেন্ট বোর্ডের (বিআরডিবি) পাথরঘাটা উপজেলা শাখার  সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন বাবুলের সভাপতিত্বে কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্টপ’র সভাপতি শামীম হাওলাদার, সাধারণ সম্পাদক আকমল হোসাইন জুয়েল, অ্যাডভোকেট মনিরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
বিএসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।