ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
বরিশালে রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘রঙিন পৃথিবীর রঙিন আলো সব নারী থাকুক ভালো’ স্লোগানে বরিশালে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস।

বরিশাল: ‘রঙিন পৃথিবীর রঙিন আলো সব নারী থাকুক ভালো’ স্লোগানে বরিশালে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস।

শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় অশ্বিনী কুমার হলে জেলা প্রশাসন ও নারী বিষয়ক অধিদফতরের আয়োজনে অনুষ্ঠানে জেলা পর্যায়ে বিজয়ী জয়িতাদের সম্মাননা দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার মো. গাউস।

এ সময় আরও বক্তব্য রাখেন, নারী পরিষদের সভাপতি রাবেয়া খাতুন, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, জেলা নারী বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, জয়িতাদের পক্ষ থেকে বিলকিস আক্তার লিলি, শাহনাজ আক্তার শিরিনসহ অন্যরা।

অনুষ্ঠানে জেলা পর্যায়ে উত্তীর্ণ পাঁচ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এমএস/আরবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।