ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
নেত্রকোনায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসে নেত্রকোনায় মানববন্ধন করা হয়েছে।

নেত্রকোনা: আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসে নেত্রকোনায় মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার (০৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শহীদ মিনার সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার শপথ নেওয়া হয়।

মানববন্ধনে জেলা প্রশাসক (ডিসি) ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. এম.এ হামিদ খান, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, অধ্যাপক আব্দুল মতিন, মতিন্দ্র সরকারসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারি ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

মানববন্ধন শেষে একটি র‌্যালি বের করা হয়। ৠালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।