ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
বরিশালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও র‌্যালি করেছে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

বরিশাল: বরিশালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও র‌্যালি করেছে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে নগরীর সদররোডে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা সভাপতি ক্যাপ্টেন (অব.) ডা. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন- বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. গাউস।

মানববন্ধনে বক্তব্য রাখেন- দুর্নীতি দমন কমিশন (দুদক) পরিচালক মো. আকতার হোসেন, উপ-পরিচালক মতিউর রহমান, শিশু সংগঠক জিবন কৃষ্ণ দে, প্রফেসর শাহ সাজেদা, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক, মহিলা পরিষদ সভাপতি রাবেয়া খাতুন, মানবাধিকার জোট সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, টুনু রানী কর্মকার, কাজী শেলিনা বেগম প্রমুখ।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল চত্বরে এসে শেষ হয়।
 
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।