ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে দুর্নীতিবিরোধী মানববন্ধন

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
বদরগঞ্জে দুর্নীতিবিরোধী মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘আসুন দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এ স্লোগানকে সামনে রেখে রংপুরের বদরগঞ্জে দ‍ুর্নীতিবিরোধী মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রংপুর: ‘আসুন দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’ এ স্লোগানকে সামনে রেখে রংপুরের বদরগঞ্জে দ‍ুর্নীতিবিরোধী মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।  

এতে সভাপতিত্বে করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আফজাল হোসেন প্রামাণিক। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আশরাফগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক মাহাফুজার রহমান।

এতে বক্তব্য রাখেন উপজেলা দ‍ুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান প্রামাণিক, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আ. সাত্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।