ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরার শ্রীপুরে বেগম বোকেয়া দিবস পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
মাগুরার শ্রীপুরে বেগম বোকেয়া দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নানা কর্মসূচির মধ্য দিয়ে মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম বোকেয়া দিবস পালিত হয়েছে। 

মাগুরা: নানা কর্মসূচির মধ্য দিয়ে মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম বোকেয়া দিবস পালিত হয়েছে।  

শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

 

শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।  

উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সহকারী মৎস্য অফিসার ফারুক মহলদার, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান প্রমুখ।  

পরে সমাজের বিভিন্ন বিষয়ে অবদান রাখার জন্য উপজেলার ৫ শ্রেষ্ঠ জয়িতা আয়শা বেগম, গীতা দে, সুলতা ভৌমিক, ফুলমালা রানী বিশ্বাস ও মায়া ভৌমিককে সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।