ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ১

রাজধানীর রায়ের বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরিফুর রহমান সুমন (৩০) নামের এক যুবক আহত হয়েছেন।

ঢাকা: রাজধানীর রায়ের বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরিফুর রহমান সুমন (৩০) নামের এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার (০৯ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে রায়ের বাজার মসজিদ এর পেছনের গলিতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বন্ধু বাপ্পি সরদার আহত সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

সুমন বাংলানিউজকে জানান, তিনি হাজারীবাগ টালী অফিস এলাকায় থাকেন। দুপুরে জুমার নামাজ আদায় করতে রায়েরবাজার মসজিদে যান। নামাজ শেষে বন্ধু সাব্বিরের সঙ্গে দেখা করতে মসজিদের পিছনের একটি গলি দিয়ে যাওয়ার সময় ৮/১০ জন ছিনতাইকারী তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে তার ডান পায়ে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা মোবাইল ও চার হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সুমনকে ঢামেকে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এজেডএস/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।