ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে দুর্নীতিবিরোধী দিবসে র‌্যালি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
লক্ষ্মীপুরে দুর্নীতিবিরোধী দিবসে র‌্যালি  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরে র‌্যালি প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সচেতন নাগরিক কমিটি সনাক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাজ্জাদুল হাসান।  

বক্তব্য রাখেন- দুর্নীতি দমন কমিশনের নোয়াখালী অঞ্চলের পরিদর্শক ইলিয়াছ আলী, জেলা তথ্য অফিসার মো. আবদুল্লাহ আল মামুন, সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী, দুর্নীতি প্রতিরোধ কমিটি লক্ষ্মীপুর শাখার সভাপতি ছাবির আহমেদ, সদস্য জয়নাল আবদীন, হারুনুর রশিদ, শামছুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শংকর মজুমদার ও আবুল মোবারক ভূঁইয়া ও প্রফেসর রফিকুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬

পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।