ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় এনজিওর ভুয়া পরিচালককে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
বগুড়ায় এনজিওর ভুয়া পরিচালককে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চাকরি দেওয়ার নামে প্রায় ৪ লাখ টাকা প্রতারণার অভিযোগে ভুয়া এনজিও পরিচালক হাফিজুর রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় চাকরি দেওয়ার নামে প্রায় ৪ লাখ টাকা প্রতারণার অভিযোগে ভুয়া এনজিও পরিচালক হাফিজুর রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

দণ্ডপ্রাপ্ত বগুড়া সদর উপজেলার নুনগোলা এলাকার ন্যাশনাল ইকোনমিক্যাল এডুকেশনাল ডেভলপমেন্ট (নিড) ফাউন্ডেশন নামের ভুয়া এনজিও প্রতিষ্ঠানের পরিচালক।

ধর্মপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে তিনি।
 
শুক্রবার (০৯ ডিসেম্বর) দুপুরের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাফিউল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
 
সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ইউএনও মো. শাফিউল ইসলাম বাংলানিউজকে জানান, এনজিওর এ ভুয়া পরিচালক তার প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে ২৮ ব্যক্তির কাছ থেকে ৩ লাখ ৮৪ হাজার টাকা নেন। পাশাপাশি চাকরিতে যোগদানের উদ্দেশ্যে ভুয়া নিয়োগপত্র দেন।
 
অথচ এ প্রতিষ্ঠানের নামে এনজিও ব্যুরোর কোনো নিবন্ধন নেই।
 
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এমবিএইচ/জেডএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।