ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে ৫ নারীকে জয়িতা সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
রাঙামাটিতে ৫ নারীকে জয়িতা সম্মাননা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটিতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে।

রাঙামাটি: রাঙামাটিতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে।

শুক্রবার (০৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদফতরের উদ্যোগে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে রাঙাম‍াটিতে অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়ায় সৈয়দা নুরুন নাহার, সমাজ উন্নয়নে টুকু তালুকদার, সফল জননী নারী প্রভা রাণী চাকমা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে বাঞ্চিতা চাকমা এবং নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যামে জীবন শুরু করার জন্য ঝরনা বড়ুয়াকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু শাহেদ চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য বাঞ্চিতা চাকমাসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, সিভিল সোসাইটির প্রতিনিধি, জেলার বিশিষ্টজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এজি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।