ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় জামায়াত নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
কুমিল্লায় জামায়াত নেতা আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লায় আট মামলার আসামি জামায়াত নেতা মো. সানাউল্লাহ মজুমদারকে (৪৫) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১)।

কুমিল্লা: কুমিল্লায় আট মামলার আসামি জামায়াত নেতা মো. সানাউল্লাহ মজুমদারকে (৪৫) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১১)।

 

শুক্রবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।

সানাউল্লাহ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকশার গ্রামের বাসিন্দা। তিনি ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক জিএস জামায়াত নেতা ছিলেন।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর মোস্তফা কায়জার বাংলানিউজকে জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি গোমতি সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাস, বিস্ফোরকসহ বিভিন্ন আইনে ৮টি মামলা রয়েছে। এছাড়াও সানাউল্লাহ গ্রেফতারি পরোয়ানভুক্ত পলাতক আসামি। তাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
‌এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।