ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
বগুড়ায় হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বগুড়ায় ক্রেতা সেজে এক হাজার পিস ইয়াবাসহ মাসকুরুল আলম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। 

বগুড়া: বগুড়ায় ক্রেতা সেজে এক হাজার পিস ইয়াবাসহ মাসকুরুল আলম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।  
 
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) শহরের গোকুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অধিদফতরের উপ-পরিচালক শামীম আহম্মেদ বাংলানিউজকে বিষয়টি জানান।

আটক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার ভাসুবিহার চাঁনপাড়ার বুলু মিয়ার ছেলে।  
 
শামীম আহম্মেদ জানান, মাসকুরুল আলম একজন নতুন মাদক ব্যবসায়ী ও মাদক চোরাকারবারী। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার এক বড় মাদক ব্যবসায়ী কাছ থেকে অর্ডার নিয়ে ইয়াবার চালান বগুড়ায় বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করতেন।
 
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় অধিদফতরের সদস্যরা ক্রেতা সেজে তাকে ইয়াবার অর্ডার দেন। সে অনুযায়ী ইয়াবার চালান নিয়ে গোকুল এলাকায় এলে ওঁৎ পেতে থাকা অধিদফতরের সদস্যরা তাকে হাতেনাতে আটক করেন।  
 
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. সাইফুল আলম বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
 
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এমবিএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।