ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাংনী সীমান্তে ১২ কেজি গাঁজা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
গাংনী সীমান্তে ১২ কেজি গাঁজা জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল সীমান্ত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রংমহল বিওপি’র সদস্যরা।

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল সীমান্ত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রংমহল বিওপি’র সদস্যরা।

শুক্রবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার খাসমহল সীমান্তের রাস্তার ওপর থেকে এ পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

৪৭ বিজিবি উপ-অধিনায়ক আ ন ম নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, উদ্ধারকৃত গাঁজা ধ্বংসের জন্য ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।