ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় ভুয়া ডিবি পুলিশ আটক 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
শার্শায় ভুয়া ডিবি পুলিশ আটক 

যশোরের শার্শায় জাহাঙ্গীর আলম (৪৯) নামে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ।

বেনাপোল(যশোর): যশোরের শার্শায় জাহাঙ্গীর আলম (৪৯) নামে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ।  

শুক্রবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শার্শার জামতলা বাজার থেকে তাকে আটক করা হয়।

 জাহাঙ্গীর আলম যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণপুর গ্রামের শামসুর রহমানের ছেলে।  

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিকেলে জাহাঙ্গীর ডিবি পুলিশ পরিচয় দিয়ে জামতলা বাজারের জামান ফার্মেসিতে কয়েকটি ওষুধের নমুনা দেখতে চান। পরে দোকানে থাকা কিছু ওষুধ সরকারিভাবে বিক্রি নিষিদ্ধ অভিযোগ এনে আটকের ভয় দেখিয়ে ৩ হাজার টাকা হাতিয়ে নেয়। এ সময় তার আচরণ সন্দেহজনক হলে স্থানীয় ব্যবসায়ীরা টাকাসহ তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে খোঁজখবর নিয়ে জানতে পারে তিনি মিথ্যা পরিচয় দিয়েছে। এসময় তাকে আটক করে থানায় নিয়ে যায়।  

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে যশোর আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।