ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় আসছেন মার্কিন ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
ঢাকায় আসছেন মার্কিন ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত

বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত ডেভিড সুপারস্টাইন। ১১ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশ ও ভারত সফর করবেন বলে জানিয়েছে...

ঢাকা: বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক দূত ডেভিড সুপারস্টাইন। ১১ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশ ও ভারত সফর করবেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

ঢাকা সফরকালে তিনি সরকার, সুশীল সমাজসহ সংখ্যালঘু এবং সংখ্যাগুরু ধর্মীয় প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করবেন।

মার্কিন পররাষ্ট্র দফতর সারাবিশ্বের ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে দৃষ্টি রাখে। প্রতি বছরই বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে নিজস্ব প্রতিবেদনও প্রকাশ করে তারা।
 
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
জেপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।