ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শোভাযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শোভাযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘মানবাধিকার রক্ষায় একে অপরের পাশে দাঁড়ান’ প্রতিপাদ্যে ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

ঝিনাইদহ: ‘মানবাধিকার রক্ষায় একে অপরের পাশে দাঁড়ান’ প্রতিপাদ্যে ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

শনিবার (১০ ডিসেম্বর) সকালে মানবাধিক‍ার ফোরাম ও অধিকার মঞ্চের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়।

যা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শেষে পায়রাচত্বরে গিয়ে শেষ হয়।

পরে পোস্ট অফিস মোড়ে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আমিনুর রহমান টুকু।

বক্তব্য রাখেন, ঝিনাইদহ স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম সাহাবউদ্দীন আহমেদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আজাদ, সনাকের সদস্য এন এম শাহজালাল, মানবাধিকারকর্মী প্রাক্তন অধ্যক্ষ তোবারক হোসেন, শিবুপদ বিশ্বাস, আশাবুল হক, সুব্রত কুমার মল্লিক, হায়দার আলী, জাহিদুল ইসলাম, এম এ জলিল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এজি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।