ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিমন মণ্ডল (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিমন মণ্ডল (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা শহরের নুনিয়াগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লিমন উপজেলার মহদিপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। সে পলাশবাড়ী এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে জানান, সকালে নুনিয়াগাড়ী এলাকায় এক ব্যক্তি সুপারি গাছ কাটছিলেন। এ সময় ওই ব্যক্তি লিমনকে গাছটি ধরে ধাক্কা দিতে বলেন। লিমন তার কথা মতো পল্লী বিদ্যুতের তার ঘেঁষে থাকা গাছটি ধাক্কা দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ অবস্থায় লিমনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।