ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ডিজিটাল উদ্যোক্তাদের ৩ দফা দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
ডিজিটাল উদ্যোক্তাদের ৩ দফা দাবি

তিন দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করেছে বাংলাদেশ ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরাম। শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় সংগঠনটির বান্দরবান জেলা শাখা এ অবস্থান কর্মসূচির আয়োজন করে।

ঢাকা: তিন দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করেছে বাংলাদেশ ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরাম। শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় সংগঠনটির বান্দরবান জেলা শাখা এ অবস্থান কর্মসূচির আয়োজন করে।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মিজান উদ্দিন সোহাগ বলেন, অনেক সমস্যার পরও প্রধানমন্ত্রীর ডিজিটাল সন্তানেরা থেমে থাকেনি। প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আইসিটি ফর ডেভলপমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। আমরা এতে আনন্দিত। কিন্তু আমরা বর্তমানে অসহায় জীবন যাপন করছি। তাই আমরা তিন দফা দাবি নিয়ে এসেছি সরকারের কাছে।

সংগঠনটির তিন দফা দাবি হলো:
ইউনিয়ন পরিষদে সহকারী কাম কম্পিউটার নিয়োগ বাতিল করতে হবে, যে সব উদ্যোক্তাদের বিনা কারণে ডিজিটাল সেন্টার থেকে অপসারণ করা হয়েছে তাদের পুনর্বহাল করতে হবে, বিনা শর্তে ডিজিটাল  সেন্টার উদ্যোক্তাদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে জাতীয় বেতন স্কেলে আনতে হবে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
ইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।