ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
লক্ষ্মীপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।

লক্ষ্মীপুর: নানা আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে বেসরকারি এনজিও সংস্থা বাপসার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান।

বাপসা প্রজেক্ট কো-অর্ডিনেটর জোবেদা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-নারী নেত্রী মমতাজ বেগম, বাপসা কর্মকর্তা প্রতিভা রানী নাথ, শামছুন নাহার, শামছুল করিম খোকন, জসিম উদ্দিন মাহবুব, নুর মোহাম্মদ, মমিন উল্লা ও মাকছুদুর রহমান খান ভুট্টো প্রমুখ।

বক্তারা মানবাধিকার রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। এসময় বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।