ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে পুলিশ লাইন ইকো-পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
পিরোজপুরে পুলিশ লাইন ইকো-পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর পৌরসভার ঝাটকাঠি এলাকায় পুলিশ লাইন ইকো-পার্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

পিরোজপুর: পিরোজপুর পৌরসভার ঝাটকাঠি এলাকায় পুলিশ লাইন ইকো-পার্ক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

 

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু পার্কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে চার কোটি টাকা ব্যয়ে ইকো-পার্কটি নির্মাণ করা হবে।

এ সময় পিরোজপুরের পুলিশ সুপার (এসিপি) মো. ওয়ালিদ হোসেন, পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আহম্মেদ মাইনুল হাসান, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি মাহামুদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
 
পরিবেশ ও বনমন্ত্রী বলেন, জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে হবে। রাষ্ট্রের ভালো কাজগুলো সরকার পরির্বতন হলেও চালিয়ে রাখা উচিত। ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকার পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। পরবর্তী সরকার পদ্মাসেতু নির্মাণ কাজ বাস্তবায়ন করেনি।

যে কোনো সময়ের তুলনায় পুলিশ বর্তমানে কঠিন দায়িত্ব পালন করছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।